দিরিপোর্ট প্রতিবেদক : ইউনাইটেড এয়ারের প্রত্যেক উদ্যোক্তা-পরিচালককে নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে নিজ প্রতিষ্ঠানের ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা (বিশেষ আইন) থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ নির্দেশ দেওয়া হয়।

গত ১৩ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনকে ইউনাইটেড এয়ারের বিষয়ে আইন শিথিলের নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, নিজ প্রতিষ্ঠানের শেয়ার ধারণ সংক্রান্ত বিএসইসির নির্দেশনা যথাযথভাবে পরিপালন করেনি ইউনাইটেড এয়ারওয়েজ। ফলে এ কোম্পানির রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। তাই সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসইসির কাছে সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসইসির কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ইউনাইটেড এয়ারওয়েজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। ইতোমধ্যে কোম্পানিটি বিএসইসির ২০১১ সালের ২২ নভেম্বর জারিকৃত নির্দেশনা হতে অব্যাহতির জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদন করেছে। মন্ত্রণালয় বিএসইসির প্রজ্ঞাপনটি পর্যালোচনা করে দেখেছে, তালিকাভুক্ত সব কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের জন্য নিজ প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক। এভিয়েশন একটি পুঁজিঘন খাত। তাই পুঁজিঘন খাতের পরিশোধিত মূলধনের পরিমাণ বেশি থাকায় সংশ্লিষ্ট কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণের ক্ষেত্রে বিএসইসির নির্ধারিত হারের চেয়ে কম হার হওয়া যুক্তিযুক্ত।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এক্ষেত্রে দেশীয় বিনিয়োগ বাড়ানোর স্বার্থে এভিয়েশনের মতো পুঁজিঘন শিল্পের ক্ষেত্রে বিএসইসির জারি করা বিশেষ আইন (২ শতাংশ ও ৩০ শতাংশ) প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ২০১০ ও ২০১১ সালে মহাধস পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তালিকাভুক্ত কোম্পানির প্রত্যেক পরিচালককে নিজ প্রতিষ্ঠানের নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধতা আরোপ করে বিএসইসি। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী ইউনাইটে এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের কাছে মাত্র ১২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে। এমতাবস্থায় কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করতে পারবে না। এ জটিলতা নিরসনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দ্বারস্ত হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ।

(দিরিপোর্ট/এনটি/এইচকে/নভেম্বর ১৮, ২০১৩)