নির্মাণ শ্রমিকদের জন্য গোষ্ঠী বীমা চালু
দিরিপোর্ট প্রতিবেদক : নির্মাণ শ্রমিকদের জন্য গোষ্ঠী বীমা চালু করলো সরকার। এ লক্ষ্যে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ এবং ‘জীবন বীমা কর্পোরেশন’ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ে সোমবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জুর রহমান এবং জীবন বীমা কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক আবুল বাসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সচিব মিকাইল শিপার, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী অ-প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকরা বীমার আওতায় আসবেন। বীমার আওতায় কোনো শ্রমিক মারা গেলে তার পরিবার দুই লাখ টাকা পাবে। এছাড়া কোনো শ্রমিক যদি শারীরিকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তাহলে দুই লাখ টাকা পাবেন।
একটি হাত, পা বা চোখ ক্ষতিগ্রস্ত হলে এর বিপরীতে এক লাখ টাকা করে পাবেন। পাঁচ বছর মেয়াদী এ বীমা প্রকল্পের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশ টাকা। এর মধ্যে ৪৫০ টাকা দেবে শ্রমিক। আর বাকি ৮৫০ টাকা দেবে সরকারের পক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
শ্রমমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, আমাদের দেশে লক্ষাধিক শ্রমিক অ-প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। এর মাধ্যমে তাদের বীমার আওতায় আনা হবে।
এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ১৬৮ জন শ্রমিককে বীমার আওতায় আনা হয়। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এ সংখ্যা বেড়ে দুই বা তিনগুণ হবে বলে শ্রম সচিব জানান।
এছাড়া অনুষ্ঠানে ২৮ অক্টোবর বিরোধী দলের ডাকা হরতালে আহত শ্রমিক আবদুর রহমানের হাতে ২০ হাজার টাকা অনুদান তুলে দেন শ্রমমন্ত্রী। তিনি এখন থেকে বীমার আওতায় আসবেন বলে জানান তিনি।
(দিরিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ১৮, ২০১৩)