দিরিপোর্ট ডেস্ক : চলতি বছরে ১২ হাজারেরও বেশি আফগান তালেবান যোদ্ধা নিহত, আহত এবং আটক হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত তিন বছরের মধ্যে এ বছর যুদ্ধ বিধ্বস্ত দেশটির সহিংসতার অবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘যোদ্ধাদের হতাহতের সংখ্যা হিসাব করা কঠিন। তবে সরকারি সূত্র এবং তালেবানদের অভ্যন্তরীণ পরিসংখ্যান মতে এ সংখ্যা ১০ হাজার থেকে ১২ হাজার হবে।’

এই হিসাবের মধ্যে নিহত, আহত এবং আটক হওয়া তালেবানরা রয়েছেন বলে জাতিসংঘের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য তৈরি করা ওই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘দেশটিতে তালেবান যোদ্ধাদের হাতে তৈরি বোমার আঘাতেই প্রায় ৮০ শতাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এটা দিন দিন বেড়েই চলছে।’

প্রতিবেদনে আফগানিস্তানের খনিশিল্প নিয়েও বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়। কেননা এ শিল্পে ব্যাপক পরিমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়। এসব বিস্ফোরক আফগান যোদ্ধাদের হাতে চলে যায়।

তালেবানদের সঙ্গে ১৩ বছরের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রায় ৭৫ হাজার সেনা আগামী বছরের শেষ নাগাদ দেশটি থেকে প্রত্যাহার করার কথা রয়েছে।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)