তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ
লংমার্চপরবর্তী জনসভা শুরু
তারেক সালমান, কাওসার আজম ও হাসান মাহমুদ, তিস্তা ব্যারেজ এলাকা থেকে : লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া মাঠে বিএনপির লংমার্চ কর্মসূচিপরবর্তী জনসভা শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টা ৫৩ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সিনিয়র নেতারা।
তিস্তার পানির নায্য হিস্যার দাবিতে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ লংমার্চ শুরু হয়।
(দ্য রিপোর্ট/টিএস-কেএ-এইচএম/কেএন/এজেড/এপ্রিল ২৩, ২০১৪)