সংসদে ট্রাভেল এজেন্সি বিল পাস
দিরিপোর্ট প্রতিবেদক : আইন ভেঙ্গে ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ পাস হয়েছে। বিদেশগামী শ্রমিকদেরকে প্রতারণার হাত থেকে রক্ষার লক্ষ্যে সংশোধিত এই বিলটি পাসের মাধ্যমে ১৯৭৭ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বিরোধীদলীয় সদস্যরা বিলটির উপর জনমত যাচাই ও বাছাই প্রস্তাব জমা দিলেও তাদের অনুপস্থিতির কারণে তা উত্থাপিত হয়নি। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, কেউ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগের আইনে অর্থদণ্ড ছিল দুই হাজার টাকা। নতুন আইন কার্যকর হওয়ায় ৬ মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
বিলে আরও বলা হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন নিলে সেই নিবন্ধন সনদ বাতিল করা হবে। নিবন্ধন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের ঠিকানা পরিবর্তন করতে পারবে না। নিবন্ধন সনদ সম্পূর্ণ হস্তান্তর অযোগ্য হবে।
আরও তিনটি বিল উত্থাপন : শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩’ এবং ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩’ উত্থাপন করেন। আর শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ‘ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ আইন-২০১৩’ নামের একটি বিল উত্থাপন করেন। বিল তিনটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য একদিনের সময় দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
(দিরিপোর্ট/আরএইচ/এমএইচও/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)