দিরিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে নতুন আট মন্ত্রী শপথ নেওয়ায় দেশের রাজনৈতিক সংকট সমাধানের পথ আরো এক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা।

তারা বলেছেন, তবে এক্ষেত্রে আরো সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে নিরপেক্ষ নির্বাচন হওয়ার আস্থা খুজে পায় সাধারণ মানুষ। সেক্ষেত্রে সরকার প্রধান কে হবেন সে বিষয়টাও ভাবা উচিৎ।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার সম্পর্কে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, সমাধানের পথে আরো এক ধাপ এগিয়েছে। সমাধানই আমাদের কাম্য।

ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান বলেন, নির্বাচনকে নিরপেক্ষ করার হাজারো তরিকা আছে। মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়নি। তাদের সঙ্গে কম্প্রোমাইজ করে মন্ত্রিসভা গঠন করা হলে আরো ভালো হতো।

তিনি বলেন, ভবিষ্যতে মন্ত্রিসভা পুর্নগঠন করে গ্রহণযোগ্য কাউকে প্রধান করা যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগ প্রধানের সিদ্ধান্তের ওপর।

(দিরিপোর্ট/এআই/এসবি/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)