প্রভিশনিংয়ের মেয়াদ বাড়ানোর দাবি ব্যাংক ব্রোকারদের
দিরিপোর্ট প্রতিবেদক : আনরিয়েলাইজড লসের (পুর্নমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতি) বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছে ব্যাংক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। সোমবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে এ দাবি জানানো হয়।দিরিপোর্ট প্রতিবেদক : আনরিয়েলাইজড লসের (পুর্নমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতি) বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছে ব্যাংক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো। সোমবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে এ দাবি জানানো হয়।
ডিএসইর বোর্ড রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য ও বিভিন্ন ব্যাংক ব্রোকারদের প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫ হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবে। কিন্তু ২২টি ব্যাংক এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি।
এ প্রেক্ষাপটে ব্যাংক ব্রোকাররা আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশনিং সুবিধা আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছে। এছাড়া বৈঠকে বন্ড ছেড়ে ব্যাংক ব্রোকারদের ইক্যুইটি (মূলধন) বাড়ানো যেতে পারে বলে দু’পক্ষের মধ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। আগামি দু-এক দিনের মধ্যে ব্যাংক ব্রোকাররা সংশ্লিষ্ট বিষয়ে ডিএসইর কাছে লিখিত আবেদন করবে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসই বোর্ড সভায় সদস্যদের সম্মতি নিয়ে তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।
প্রসঙ্গত, ব্যাংক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোর দাবির মুখে গত ১৯ ফেব্রুযারি বিএসইসির পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানকে শতভাগের পরিবর্তে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণের সুবিধা দেওয়া হয়। এজন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫ কিস্তিতে প্রভিশন সংরক্ষনের সময়সীমা বেধে দেওয়া হয়।
(দিরিপোর্ট/এনটি/এইচকে/নভেম্বর ১৭, ২০১৩)