দিরিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আগামী শুক্রবার ঢাকা মহানগরীসহ সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ পালন করবে জোটটি। বিরোধী দলীয় নেতার গুলশানের কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা অন্তবর্তী সরকারের নামে মহাজোটের মন্ত্রিসভা পুর্নগঠন করেছে। মন্ত্রিসভা সর্বদলীয় নয়। এটি পুরোনো মন্ত্রিসভার পুর্নগঠন। এর মাধ্যমে স্পষ্ট এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটি মহাজোটের মন্ত্রিসভা। এর অধীনে বিএনপি তথা ১৮ দল নির্বাচনে অংশ নেবে না।

তিনি বলেন, এই মন্ত্রিসভার অধীনে একটি একতরফা ও পাতানো নির্বাচন হবে। দেশি বিদেশি কারো কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিরোধী দল সংকট উত্তরণে নানা উদ্যোগ নিলেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নেননি।

মন্ত্রীসভার পুর্নগঠনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন এ ধরনের কার্যকলাপ দেশকে আরো সংঘাতের দিকে ঠেলে দেবে। এ প্রক্রিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয়। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

(দিরিপোর্ট/এমএস/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)