দিরিপোর্ট ডেস্ক : কাতারের অভিবাসী নির্মাণ শ্রমিকদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশটিতে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণকে সামনে রেখে সংস্থাটি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জাননো হয়।

এ্যামনেস্টি জানায়, অভিবাসী নির্মাণ শ্রমিকদের প্রায়ই মজুরি থেকে বঞ্চিত হতে হয়। ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি নোংরা স্থানে থাকতে হয়।

মানবাধিকার সংস্থাটি জানায়, দেশটির একজন ব্যবস্থাপক শ্রমিকদের ‘পশু’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, যারা বিশ্বকাপ স্থাপনা নির্মাণে কাজ করবেন তাদের জন্য অবস্থা অনেকটাই সুবিধাজনক হবে।

এ্যামনেস্টি জানায়, প্রতিবেদনটি তৈরি করতে কাতারে কর্মরত শ্রমিক, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সরকারসহ প্রায় ২১০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, দেশটিতে তাদের সঙ্গে গৃহপালিত পশুর মতো আচরণ করা হয়। এখানে গ্রীষ্মের গরমেও তাদেরকে সপ্তাহে সাত দিনই ১২ ঘণ্টা করে কাজ করতে হয়।

(দিরিপোর্ট/এআইএম/এমএআর/নভেম্বর ১৮, ২০১৩)