দিরিপোর্ট ডেস্ক : ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফট যৌথভাবে শিশু যৌন অপব্যবহার সংক্রান্ত সার্চিং বন্ধের উদ্যোগ নিয়েছে। তারা একটি সফট্ওয়্যার তৈরি করেছে যার ফলে শিশু যৌন অপব্যবহার সংক্রান্ত সাইটগুলো খুঁজে বের করা কঠিন হবে।

ব্রিটিশ ইন্টারনেট নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে সোমবার এক যৌথ ঘোষণায় প্রতিষ্ঠান দুটি এ তথ্য জানায়।

গুগলের নির্বাহী চেয়ারম্যান এরিক সিমিডট জানান, তার প্রতিষ্ঠান সার্চ রেজাল্ট থেকে এক লাখেরও বেশি শব্দ সূচারুভাবে অপসারণ করছে। ফলে শিশু যৌন অপব্যবহারের সঙ্গে সম্পৃক্ত সার্চ থেকে ব্যবহারকারীরা কোনো ফলাফল পাবে না। পাশাপাশি যেকোনো ধরনের শিশু যৌন অপব্যবহারের ছবি ও ভিডিও ফুটেজও খুঁজে পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

প্রাথমিকভাবে এ পরিবর্তন শুধু ব্রিটেনের ইংরেজি ভাষার জন্য করা হয়েছে। তবে ধীরে ধীরে একে আরো বিস্তৃত করা হবে।

সিমিডট জানান, আমরা দ্রুতই এই পরিবর্তন ১৫০টি ভাষার সঙ্গে সম্পৃক্ত করবো।

(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ১৮, ২০১৩)