মাহাথির মোহাম্মদ হাসপাতালে
দিরিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। ফুসফুসের সংক্রমণের কারণে সোমবার তাকে ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
মাহাথির মোহাম্মদের পেরডানা লিডারশিপ ফাউন্ডেশন রিসার্চ ইন্সটিটিউট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে।’
চিকিৎসা ও ফিজিওথেরাপি নেওয়ার জন্য কিছুদিন তাকে হাসপাতালে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০১০ সালে অস্ট্রেলিয়ায় সফরের সময় একই কারণে তিনি মেলবোর্ন হাসপাতালে ভর্তি হন। ১৯৮৯ ও ২০০৭ সালে তার করোনারি বাইপাস সার্জারি করা হয়েছে।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবচেয়ে বেশিদিন ক্ষমতায় ছিলেন। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে এখনো দেশটির রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়। সূত্র: এএফপি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)