আগুয়েরো জেতালেন আর্জেন্টিনাকে
দিরিপোর্ট ডেস্ক : বসনিয়া-হারজেগোভিনার বিপক্ষে সহজ জয় পেয়েছে মেসিহীন আর্জেন্টিনা। মঙ্গলবার প্রীতি ম্যাচে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছে ২-০ ব্যবধানে।
প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে বসনিয়ার ওপর আধিপত্য বিস্তার করলেও গোল পেতে সময় লেগেছে আর্জেন্টিনার। খেলার ৪০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পায় তারা।
নাপোলির ফেদেরিকো ফার্নান্দেজের ক্রস থেকে গোল করেন ফর্মে থাকা আগুয়েরো। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
চলতি বছর দারুণ পারফর্ম করছেন আগুয়েরো। ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানসিটির হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে এ নিয়ে ১৩টি গোল করেছেন তিনি।
আগুয়েরোর মতো ছন্দে আছে আর্জেন্টিনাও। এ বছর আলেহান্দ্রো সাবেলার অধীনে ১২টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে হেরেছে দলটি। বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুরের কাছে হেরেছে তারা। অবশ্য হারলেও সমস্যা নেই তাদের। এরই মধ্যে ২০১৪ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
উল্লেখ্য, গত শুক্রবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। আর হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য মাঠের বাইরে রয়েছেন মেসি।
(দিরিপোর্ট/সিজি/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)