দিরিপোর্ট প্রতিবেদক: একটানা চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের উভয় পুঁজিবাজার। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক বাড়ার হার তুলনামুলক বেশি। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়ার পাশাপাশি টাকার পরিমাণে লেনদেনের গতিও উল্লেখযোগ্য। দিনের শুরু থেকে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

এদিকে, আজ থেকে দেশের উভয় পুঁজিবাজারে বন্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন শুরু হয়েছে। দিনের প্রথম ঘণ্টায় এ শেয়ারের দর ৬১ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গেছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৪৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২৮ কোটি ১৮ লাখ। সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৭৯ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৮৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০২টির, কমে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২১ কোটি ৮ লাখ টাকা।

(দিরিপোর্ট/কেএইচ/এইচএসএম/নভেম্বর ১৯, ২০১৩)