দিরিপোর্ট প্রতিবেদক : মিতুয়া হেমার প্রথম একক অ্যালবাম ‘দূরে কি থাকা যায়’ ডিসেম্বর মাসেই বাজারে আসছে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।

এ প্রসঙ্গে হেমা দিরিপোর্টকে বলেন, ‘ছোটবেলা থেকেই আমি সঙ্গীতের সঙ্গে যুক্ত। বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউডা থেকে সঙ্গীতে অনার্স শেষ করেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গানও করেছি। এবার একক অ্যালবাম করার ইচ্ছে হলো। বিভিন্ন ধাঁচের গান থাকছে এই অ্যালবামে।’

অ্যালবামে ৫টি ডুয়েট গানসহ মোট ১০টি গান রয়েছে। ডুয়েট গানে হেমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ ও ইলিয়াস। গানগুলো লিখেছেন এ মিজান, রাজীব হোসেন, মাহমুদ আকাশ, শান্তনা মিঠু, কিবরিয়া রনি, সাবরিনা। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।

(দিরিপোর্ট/আইএফ/এমসি/নভেম্বর ১৯, ২০১৩)