বাজারে ষাঁড়ের গতি!
দিরিপোর্ট প্রতিবেদক: ভল্লুক গতি কাটিয়ে মঙ্গলবার ষাঁড়ের গতিতে উঠেছে দেশের উভয় পুঁজিবাজার। সূচক বাড়ার পাশাপাশি বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিগত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, একটানা চার কার্যদিবস ধরে বাড়ছে সূচক। টাকার পরিমাণে লেনদেনও বাড়ছে ক্রমাগত। গত চার কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স বেড়েছে ১৬৮ পয়েন্ট। এছাড়া দৈনিক লেনদেন সাড়ে ৪’শ কোটি টাকার ঘর থেকে সাড়ে ৭’শ কোটি টাকার ঘরে উন্নীত হয়েছে।
মঙ্গলবার দিনের শুরু থেকে দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়ে দিনশেষে একই প্রবণতায় লেনদেন শেষ হয়।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৮১ পয়েন্টে। সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স স্থির হয় ৪২৭৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২২৩টির, কমে ৫৭টির এবং অপরিবর্তিত থাকে ৮টি কোম্পানির শেয়ার দর। মোট ৭৮৭ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার সিএসই’র সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে মঙ্গলবার ২০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানির মধ্যে দর বাড়ে ১৬১টির, কমে ৪৪টির এবং ১৯টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত থাকে। মোট ৭৬ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম দিনে এ শেয়ারের দর ৬৩.৫৭ শতাংশ বেড়েছে।
দিরিপোর্ট/কেএইচ/নভেম্বর ১৯, ২০১৩