দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যে ৪ লাখ ৩০ হাজারেরও বেশি শিশু জানিয়েছে তাদের উপস্থিতিতেই পারিবারের সদস্যরা নিজেদের গাড়িতে ধূমপান করে। একটি দাতব্য সংস্থাকে জানানো এই তথ্যে ১১ থেকে ১৫ বছর বয়সী শিশুরা জানায় তারা সপ্তাহে কমপক্ষে একবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়।

এই তথ্য উল্লেখ করে ব্রিটিশ লাঙ ফাউন্ডেশন (বিএলএফ) হাউস অব লর্ডসে শিশুদের বহনকারী গাড়িতে ধূমপান নিষিদ্ধের জন্য আবেদন করবে।

ধূমপায়ীদের পক্ষের ফরেস্ট নামের একটি সংগঠন বলছে, এই ডেটাটি বিভ্রান্তিকর এবং এটি নিষিদ্ধ করার মতো সমস্যা নয়।

এ সংখ্যা পাওয়া যায় ৭ হাজার ৫শ সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীর কাছ থেকে। তাদের ৬ ভাগ জানায় তারা প্রায় প্রতিদিন বা বেশিরভাগ দিনই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়। ৮ ভাগ জানিয়েছে এটি সপ্তাহে এক বা দুইবার ঘটে। এই পরিসংখ্যানে ১১ বছরের কম বয়সীদের রাখা হয়নি।

বিএলএফের গবেষণা পরিচালক বলেন ড. নোয়েল স্নেল বলেন, এটি সন্দেহাতীতভাবেই নিষিদ্ধ করার মতো ঘটনা।

এদিকে ফরেস্টের পরিচালক সিমন ক্লাক বলেন, এটা আইন করে রোধ করা যাবে না। এর জন্য প্রয়োজন শিক্ষা।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)