দিরিপোর্ট ডেস্ক : ক্রিকেটে অসামান্য অবদানের জন্য লিটল মাস্টার শচিন টেন্ডুলকারকে সম্মানিত করেছে বৃটিশ পার্লামেন্ট।

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে তার অবদান এবং এই খেলার একজন দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ইংল্যান্ডের হাউজ অব কমন্স অভিনন্দন জানিয়েছে শচিনকে।

ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ সংসদ সদস্য কেইথ ভাজ বলেন ‘খেলার প্রতি শচিনের এই উৎসর্গ এবং সম্মান সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের পার্লামেন্ট তাকে এই সম্মান দিলো’।

সম্প্রতি ২০০ তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ব্যাটিং জিনিয়াস।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ১৯,২০১৩,)