দিনাজপুর সংবাদদাতা : সার্ভার এবং প্রিন্টারে সমস্যা দেখা দেয়ায় দিনাজপুর জেলায় প্রথম তিনদিন টোয়েন্টি২০ বিশ্বকাপের কোনো টিকিট বিক্রি করতে পারেনি এনসিসি ব্যাংক। এতে জেলার ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে ।

দিনাজপুর এনসিসি ব্যাংকের ম্যানেজার আবু জাকারিয়া খান জানান, ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি কোনো টিকিট বিক্রি করছে না। আইসিসির নিজস্ব লোক তাদের সহযোগিতায় টিকিট বিক্রি করছেন। দিনাজপুরের দর্শকদের কাছে টিকিট বিক্রি করতে না পারায় হতাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে ঢাকা ক্রিকেট ভেন্যুর সব টিকিট বিক্রি হয়ে গেছে। এতে দিনাজপুরের সাধারণ দর্শকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তাদের দাবি, আইসিসি যেন বিশ্বকাপের অন্তত একটি খেলা দেখার সুযোগ করে দেয় দিনাজপুরবাসীদের।

(দিরিপোর্ট/এমআর/এফএস/এএস/এমআই/নভেম্বর ১৯, ২০১৩)