দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহবুদ্দিনের (৬২) মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবুদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উবারামপুর গ্রামে। তিনি লালবাগ থানার ঢাকেশ্বরীর ২৬/৬ বাসায় থাকতেন।

নিহতের ছোট ভাই বদিউল আলম জানান, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং পলাশী বাজারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তার বড় ভাই।

৬ নভেম্বর সকাল ১১টার দিকে পলাশী বাজার থেকে লালবাগ থানা পুলিশ তার ভাই শাহবুদ্দিনকে ধরে নিয়ে যায়। তাকে হরতালে গাড়ি ভাঙচুর মামলায় আসামি করা হয়। ওইদিনই শাহবুদ্দিনকে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, তার ভাই হরতালে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন না। তারা দুই বার জামিন আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

বদিউল আরও জানান, তার বড় ভাই হার্টের রোগী ছিলেন। সোমবার রাত পৌনে ১২টার দিকে তিনি অসুস্থ হলে জেল কর্তৃপক্ষ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ১২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

লাশের সুরতহাল রিপোর্ট করেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম। লাশ এখন ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

(দিরিপোর্ট/এসআর/এনডিএস/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)