দিরিপোর্ট প্রতিবেদক : গরিব মানুষের ন্যায়-বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় সরকারি খরচে মামলা পরিচালনার সুযোগ দিতে জাতীয় সংসদে ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১৩’ পাস হয়েছে। এর ফলে দেশের সহায়-সম্বলহীন মানুষ শ্রম আদালতসহ দেশের চৌকি আদালতে মামলা পরিচালনায় আইনগত সহায়তা পাবেন।

এজন্য আইনগতভাবে লিগ্যাল এইড অফিসার পদ সৃষ্টি হবে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে তাদের কার্যকর ভূমিকার বিধান রাখা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাস হয়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিলটি পাস করার প্রস্তাব করেন। ২০০০ সালে প্রণীত এ সংক্রান্ত আইনে সংশোধনীর প্রস্তাব এনে গত ১০ নভেম্বর বিলটি জাতীয় সংসদে উত্থাপিত হয়।

বিলে প্রয়োজনীয় সংখ্যক লিগ্যাল এইড অফিসার নিয়োগ এবং তাদরে দায়িত্ব ও কর্তব্য নির্ধারণের বিধান রাখা হয়েছে। তারা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিলে অস্বচ্ছল ও গরিব বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য জাতীয়ভাবে ‘সুপ্রীম কোর্ট কমিটি’সহ জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ও বিশেষ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্টের একজন বিচারককে কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হবেন। কমিটিতে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, মানবাধিকার ও সমাজকল্যাণ কার্যক্রম পরিচালনাকারী দুইজন সিনিয়র আইনজীবী রাখারও বিধান রাখা হয়েছে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিল ২০১৩’ জাতীয় সংসদে উপস্থাপন করেন।

(দিরিপোর্ট/আরএইচ/এইচআর/ এমডি/ নভেম্বর ১৯, ২০১৩)