গাজী ট্যাংকে ইয়ান মরগান
দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে নামী ক্রিকেটার ইয়ান মরগান ঢাকায় আসছেন। গাজী ট্যাংক ক্রিকেটার্সে তিনি খেলতে নামবেন। তিনিই হবেন এখন পর্যন্ত কোনো দলে আনা নামী ক্রিকেটার।
ইংল্যান্ডের এ ক্রিকেটার বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলতে নামবেন। মঙ্গলবার তার রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়েছে। সিসিডিএম সূত্রে রেজিস্ট্রেশনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর গাজী ট্যাংক সূত্রে জানা গেছে খেলতে নামছেন মরগান। তবে তাকে কত টাকা দেয়া হচ্ছে জানা যায়নি।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অ্যাসেজ। এ সিরিজে নেই ইয়ান মরগান। তাই বাংলাদেশে উড়ে আসছেন তিনি। এ ডানহাতি ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট ও ১০৭ টি ওয়ানডে খেলেছেন। সর্বশেষ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছেন। টেস্টে বর্তমানে তার সুযোগ হচ্ছেনা। আর তাই বাংলাদেশে খেলতে এসে পড়েছেন। মঙ্গলবারই তিনি ঢাকায় পৌঁছেছেন। জানুয়ারিতে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৫ ওয়ানডের সিরিজ। এর আগেই সুপারলিগ শেষ হয়ে যাবে।
এর আগে গাজী ট্যাংকে নামী ক্রিকেটারদের মধ্যে নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস খেলেছেন। প্রাইম দোলেশ্বরে জস কোব, মোহামেডানে তিলকরত্মে দিলশান, অজান্তা মেন্ডিজ, প্রাইম ব্যাংকে রবি বোপারা, ব্রাদার্সে অ্যাঞ্জলো ম্যাথুস, আবাহনীতে লুক রাইট ও শেখ জামালে এলটন চিগুম্বুরা খেলেছেন।
(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ১৯, ২০১৩)