দিরিপোর্ট২৪ ডেস্ক : রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসেবে এ বছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে আন্তর্জাতিক সংস্থা ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস’ (ওপিসিডব্লিউ)।

নরওয়ের নোবেল কমিটি শুক্রবার এই পুরস্কার ঘোষণা করে।

পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবে ওপিসিডব্লিউ। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনসনের আওতায় সংগঠনটি বিভিন্ন দেশে রাসায়নিক অস্ত্র ধ্বংস ও নিষিদ্ধের ব্যাপারে কাজ করে। বর্তমানে সংগঠনটির তত্ত্বাবধানে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ চলছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১১, ২০১৩)