জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জের নাম পরিবর্তন
দিরিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ‘জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ লিমিটেড’ কোম্পানির নাম পরিবর্তন করেছে দেশবন্ধু গ্রুপ। কোম্পানির নতুন নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ জুট এক্সচেঞ্জ লিমিটেড’।
দেশবন্ধু গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার বিএসইসিকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, রবিবার কমিশনের পক্ষ থেকে কমোডিটি একচেঞ্জ নামটি বাদ দিতে জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জের উদ্যোক্তা দেশবন্ধু গ্রুপকে চিঠি দেওয়া হয়। এরই প্রেক্ষিতে কোম্পানির নাম বদলায় দেশবন্ধু গ্রুপ।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জুট অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ নামটি বর্তমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই কোনো প্রকার অনুমতি ছাড়া নামটি ব্যবহার করা যাবে না। আর বর্তমানে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কমোডিটি একচেঞ্জ দ্রুত চালু করা সম্ভব হচ্ছে না। তাই যেভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এটি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বিজ্ঞপ্তি দিয়ে নামটি প্রত্যাহারের বিষয়টিও পরিষ্কার করতে হবে। একইসঙ্গে পত্র-পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দিতে বলা হয়।
(দিরিপোর্ট/এনটি/এইচকে/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)