ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
দিরিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অঘাত হেনেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
ভূমিকম্পের ফলে দেশটিতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এতে সুনামির আশংকা নেই বলেও জানিয়েছে সংস্থাটির স্থানীয় কার্যালয়।
ইউএসজিএস জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের শহর থবেলো থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তরে ভূ-ভাগের ৬৩ কিলোমিটার গভীরে স্থানীয় সময় দুপুর দেড়টায় ভূকম্পনটির উৎপত্তি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটি বেশ শক্তিশালী হলেও বেশি সময় স্থায়ী না হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।
ইন্দোনেশিয়া মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। সর্বশেষ গত জুলাই মাসে দেশটির সুমাত্রা অঞ্চলে ভূমিকম্পের আঘাতে ৩৫ জন মারা যায়।
(দিরিপোর্ট/এআইএম/নভেম্বর ১৯, ২০১৩)