জেলে বসেই নির্বাচন
দিরিপোর্ট কলকাতা প্রতিনিধি : জেলে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন প্রার্থীরা। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মঙ্গলবার এমনই রায় দিয়েছে।
দেশটির শীর্ষ আদালত মনে করছে, শুধুমাত্র পুলিশ হেফাজতে থাকার জন্য কাউকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে দাঁড়াতে না দেওয়া উচিত নয়। ১০ জুলাই কেন্দ্র সরকারের জারি করা সংশোধনীতে সম্মতি জানায় সুপ্রিম কোর্ট। ওই সময় বলা হয় `রিপ্রেজেনটেশন অফ পিউপিল অ্যাক্ট` অনুযায়ী জেলে থেকে নির্বাচনে লড়তে পারবেন না রাজনৈতিক প্রতিনিধিরা।
এর আগে, অপরাধের দায়ে অভিযুক্ত সাংসদ, বিধায়কদের আইনি নিরাপত্তা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করে শীর্ষ আদালত এক রায়ে জানায়, অভিযুক্তদের সাংসদ ও বিধায়ক পদ খারিজ করতে হবে। তবে মঙ্গলবার শীর্ষ আদালত রায় দিয়েছে, অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত সাংসদ ও বিধায়কদের পদাধিকার বজায় থাকবে।
(দিরিপোর্ট/এসএস/ডব্লিউএস/এমএআর/নভেম্বর ১৯, ২০১৩)