দিরিপোর্ট প্রতিবেদক : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে বুধবার থেকে।

বিকেল সাড়ে ৩টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে তা উদ্বোধন করবেন।

এরশাদের প্রেস সচিব সুনীল শুভরায় বিষয়টি দিরিপোর্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে। ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে।

২৬ ডিসেম্বরের মধ্যে মনোয়নপত্র পূরণ করে চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে বলে জানান তিনি।

(দিরিপোর্ট/এসএ/এসবি/এমএআর/নভেম্বর ২০, ২০১৩)