দিরিপোর্ট২৪ ডেস্ক : সৌদি আরবে ৪ লাখ বাংলাদেশি শ্রমিক সে দেশে অবস্থানের বৈধতা না পেয়ে দেশে ফেরার ঝুঁকিতে রয়েছেন। বৃহস্পতিবার সৌদি গেজেটে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। রিয়াদে বাংলাদেশ দূতাবাস ওসব শ্রমিকদের বৈধতা প্রদানের মেয়াদ বাড়াতে দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রমিকদের পরামর্শক মুহাম্মদ ইমদাদুল হক জানান, দুতাবাস এ ব্যাপারে পদক্ষেপ না নিলে সৌদি আরব তার দেশের আইন অনুযায়ী শ্রমিকদের বাংলাদেশে ফেরত পাঠাবে। ওই শ্রমিকরা সৌদি আবাসন আইন লঙ্ঘন করেছেন। এ অবস্থায় এসব শ্রমিকের কাগজপত্র তৈরির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা দরকার বলে তিনি জানান।

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৈধতা না পাওয়া শ্রমিকদের সৌদি আরবে অবস্থানের বিষয়টি ফয়সালা করতে হবে। সৌদি সরকার তাদের বৈধতা না দিলে তারা বাংলাদেশে ফেরত যেতে বাধ্য হবে।

অবৈধ শ্রমিকদের বৈধতা দানে দেরি হওয়ায় জেদ্দা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ঠিকাদার কমিটি দেশটির শ্রম মন্ত্রণালয়ের ধীর গতির ইলেট্রনিক প্রক্রিয়াকে দায়ি করেছে। কমিটির এক সদস্য জানান, গত সাত মাস যাবৎ মাত্র পাঁচ ভাগ শ্রমিকের কাগজপত্র তৈরি করা হয়েছে।

শ্রমিকদের সঙ্গে চুক্তিবদ্ধ বেশীরভাই ঠিকাদার প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শ্রমিকদের বৈধতা দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেনি।

প্রায় ১৫ লাখ বাংলাদেশি সৌদি আরবে অবস্থান করছেন। মে মাস পর্যন্ত তাদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার জন দেশটিতে অবস্থানের বৈধতা পেয়েছেন। কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ২৫ হাজার শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১১, ২০১৩)