দিরিপোর্ট ডেস্ক : সোমালিয়ায় অস্ত্রধারীদের হামলায় দশজন হামলাকারীসহ ১৯ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আফ্রিকান ইউনিয়ন পরিচালিত একটি পুলিশ স্টেশনে প্রায় ১০জন অস্ত্রধারী হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে।

হামলায় অস্ত্রধারীরা রাইফেল এবং রকেটচালিত গ্রেনেড ব্যবহার করে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইথিওপিয়ার সীমান্তবর্তী বেলেডওয়েন শহরের জিবুতি বাহিনীর কমান্ডার কর্নেল ওসমান ডাব্বাড বলেন, সরকারি বাহিনী দুজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ১০ জন হামলাকারীকে হত্যা করেছে। এদিকে ওই শহরের পুলিশ কর্মকর্তা কর্নেল ইসমায়েল আলি বলেছেন, একটি গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং চারজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, অস্ত্রধারীরা জোরপূর্বক পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের এক ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপ আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

(দিরিপোর্ট/আদসি/এমএআর/নভেম্বর ২০, ২০১৩)