মুন্সীগঞ্জ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে মুন্সীগঞ্জ- ১ ও ২আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মোট ১৭ নেতা। মুন্সীগঞ্জ -১ আসনে আটজন ও ২ আসনে নয়জন মনোনয়নপত্র কিনেছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকা শ্রীনগর-সিরাজদিখান তথা মুন্সীগঞ্জ- ১ আসন থেকে বর্তমান সংসদ সদস্য শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, কেন্দ্রীয় নেতা ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, নুরুল আলম চৌধুরী, গোলাম সারোয়ার কবীর, গিয়াস উদ্দিন গিয়াস, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. জাকির হোসেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান আবুল কাশেমসহ মোট আটজন দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র কিনেছেন।

এছাড়া নির্বাচনী এলাকা লৌহজং-টঙ্গীবাড়ী তথা মুন্সীগঞ্জ- ২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি, আওয়ামী লীগ নেতা ঢালী মোয়াজ্জেম হোসেন, সাবেক এমপি ইকবাল হোসেন, জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, লৌহজং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রানু আক্তার, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসানসহ মোট নয়জন মনোনয়নপত্র কিনেছেন।

(দিরিপোর্ট/জিএমএমও/এমএআর/নভেম্বর ২০, ২০১৩)