দিরিপোর্ট ডেস্ক : পর্তুগাল ও সুইডেনের মধ্যে দ্বিতীয় লেগের ম্যাচে শেষ হাসি হাসলেন রোনালদো। তার হ্যাটট্রিকে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দর্শকরা পর্তুগালকে দেখতে পাবেন।

বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় খেলা শুরু হয়। সরাসরি সম্প্রচার করে সনি সিক্স।

সময়ের অন্যতম সেরা পর্তুগালের রোনালদো ও সুইডেনের ইব্রাহিমোভিচের মধ্যে ব্রাজিল বিশ্বকাপে পায়ের জাদু দেখা যাবে শুধু রোনালদোর।

প্রথম লেগের ফলাফলে পর্তুগাল সুইডেনের থেকে এগিয়ে ছিল। ওই খেলায় রোনালদো ম্যাচের একমাত্র গোল করেছিলেন।

দ্বিতীয় লেগে উভয় দলই অনেক সুযোগ নষ্ট করে। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মোট পাঁচটি গোল হয়েছে। ম্যাচের ৫০ মিনিটে রোনালদোর করা গোলে এগিয়ে যায় পর্তুগাল। দুই লেগ মিলে পর্তুগাল ২-০ গোলে এগিয়ে যায়। বিশ্বকাপে যেতে হলে শেষ আধঘণ্টায় তিনটি গোল করতে হতো সুইডেনকে।

‘শেষ ম্যাচ’ তাই শেষ হতে দিতে চাইলেন না ইব্রাহিমোভিচ।

৬৮ মিনিটে হেড থেকে সমতা ফেরালেন তিনি। এর চার মিনিট পরই দুর্দান্ত এক ফ্রি কিকে সুইডেনকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ।

এর ঠিক পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোলে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের আনন্দের রেশ না কাটতেই তৃতীয় গোল করেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক।

চতুর্থ গোল করতে পারলে রোনালদো হতেন পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ৪৭টি গোল নিয়ে আপাতত পলেতার সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করে নিতে হচ্ছে তাকে।

এ ম্যাচের সবচেয়ে বড় সুখবর রোনালদোকে বিশ্বকাপে দেখতে পাওয়া। আর বড় দুঃসংবাদ অবশ্যই ইব্রাহিমোভিচকে দেখতে না পাওয়া।

(দিরিপোর্ট/এমএইচও/এমএআর/নভেম্বর ২০, ২০১৩)