মৃত স্বামীর সঙ্গে বসবাস!
দিরিপোর্ট ডেস্ক : কথায় বলে ভালোবাসা অমর। মৃত্যু মানেই তো ভালোবাসার পরিসমাপ্তি নয়। ভালোবাসার মানুষটি রয়ে যায় প্রিয়জনদের হৃদয়ে। তবে শুধু হৃদয়ে নয়, মারা যাওয়ার পরও স্বামীর মমি করা মৃতদেহের সঙ্গে প্রায় এক বছর বাস করেছেন বেলজিয়ামের এক নারী।
ওই দম্পতি রাজধানী ব্রাসেলসে প্রায় একযুগ ধরে বাস করতেন। ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি বছরখানেক আগে স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে।
২০১২ সালের নভেম্বর মাস থেকে কোনো বাড়ি ভাড়া না দেওয়ায় বাড়ির মালিক ওই দম্পতিকে উচ্ছেদ করতে গেলে এ বিষয়টি জানা যায়। বেলজিয়ামের একটি দৈনিক পত্রিকা মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে।
স্থানীয় পত্রিকাকে বাড়ির মালিক জানান, ‘আমি এর আগেও মৃতদেহ দেখেছি। তবে এরকম অবস্থায় নয়।’
স্থানীয় পত্রিকায় ওই মৃতদেহের ছবিও প্রকাশিত হয়েছে। চাদর দিয়ে জড়ানো শুকিয়ে যাওয়া চামড়া, গর্তে ঢুকে যাওয়া চোখ ও বড়ো সাদা গোঁফওয়ালা মৃতদেহের বিভৎস ছবি দেখলে সত্যি চমকে যেতে হয়।
প্রতিবেশীরা জানান, তারা ওই বাড়ি থেকে কটু গন্ধও পেয়েছেন। তারা ভেবেছেন ওই নারী নিয়মিত আবর্জনা পরিষ্কার না করায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে।
স্বামীর অনুপস্থিতির ব্যাপারে ৬৯ বছর বয়সী ওই নারী প্রতিবেশীদের বলতেন যে, তার স্বামী চিকিৎসার জন্য বাইরে আছে।
ব্রাসেলসের আইনজীবীরা বিষয়টি তদন্ত করছেন। সূত্র: এএফপি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২০, ২০১৩)