এটলাস বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা
দিরিপোর্ট প্রতিনিধি: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এটলাস বাংলাদেশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এজন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামি ১ ডিসেম্বর।
বিনিয়োগকারীদের অনুমতি সাপেক্ষে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামি ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় ফ্যাক্টরি প্রাঙ্গন, ২৬৫-২৬৭ তেজগাঁও শিল্প এলাকা, গাজীপুরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত অর্থ বছরে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯.১৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২২.০৫ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৯.৯৩ টাকা।
আগের বছর এটলাস বাংলাদেশ ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ২০, ২০১৩