দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভুয়া আবাসন মর্টগেজ বিক্রির দায়ে ১৩ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিয়েছে।

মার্কিন সরকারকে কোনো প্রতিষ্ঠান এই প্রথম এত বড় অংকের জরিমানা দিল।

ব্যাংক কর্তৃপক্ষ অবশ্য ভুয়া আবাসন মর্টগেজ বিক্রির কথা স্বীকার করেছে। তবে এ ধরনের কার্যক্রম মোটেও মার্কিন আইনের পরিপন্থি নয় বলে দাবি করেছে জেপি মরগ্যান।

সবকিছু ভালোয় ভালোয় শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেপি মরগানের পরিচালক জেমি ডিমন।

এই জরিমানার অর্থের মধ্যে চার বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। দুই বিলিয়ন মার্কিন ডলার মার্কিন সরকারের কোষাগারে জরিমানা হিসেবে জমা হবে। আর বাকি সাত বিলিয়ন ডলার ভুয়া মর্টগেজ কিনে যেসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়া হবে।

মার্কিন সরকারের জাস্টিস ডিপার্টমেন্টে অবশ্য এই কেলেঙ্কারির ব্যাপারে এখনো তদন্ত চলছে।

জেপি মরগানের ভুয়া আবাসন মর্টগেজ কেলেঙ্কারির কারণেই ২০০৬-২০০৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেক্টরে ধস নামে। সূত্র: বিবিসি, আল জাজিরা।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২০, ২০১৩)