মিরাকল ইন্ডাষ্ট্রিজের প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
দিরিপোর্ট প্রতিবেদক: বিবিধ খাতের মিরাকল ইন্ডাষ্ট্রিজের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৩-সেপ্টেম্বর’ ১৩) এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.০৩ টাকা। আগের বছরের একই সময়ে কর পরবর্তী লোকসান ছিল ৫২ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ছিল ০.২৩ টাকা। তবে ২০১৩ সালের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে তৃতীয় প্রান্তিকে ইপিএস হবে ০.০২৭ টাকা।
দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ২০, ২০১৩