দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত আফগান সীমান্তবর্তী এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আধা-সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, হামলাকারী ফ্রন্টিয়ার কপসের ঘাঁটির গেটের কাছে গাড়ি নিয়ে এসে নিজেকে উড়িয়ে দেয়।

এদিকে, আনসারুল্লাহ মুজাহেদিন দল এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। দলটির মুখপাত্র আবু বাসের জানান, পাকিস্তান তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদের হত্যার বদলা নিতেই এ হামলা চালানো হয়েছে। এ হামলায় আরো অনেক সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে আবু বাসের। সূত্র : এপি

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২০, ২০১৩)