দিরিপোর্ট ডেস্ক : তিন বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। মহেন্দ্র সিং ধোনির দলে সবাই থাকলেও ব্যাটপ্যাড হাতে দেখা যাবে না ক্রিকেট থেকে অবসর নেওয়া শচিন টেন্ডুলকারকে।এ নিয়ে আক্ষেপ ঝরেছে জ্যাক ক্যালিসের কণ্ঠে, শচিনকে মিস করবো আমরা।

দক্ষিণ আফ্রিকায় প্রচুর সমর্থক রয়েছে ভারতের। তাই সফরে শচিন না থাকায় সিরিজে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এ নিয়ে ক্যালিস, ‘শচিনই প্রথম খেলোয়াড় যিনি বলেছেন, ব্যক্তির চেয়ে খেলা বড়। আমিও বিশ্বাস করি, নতুন যোদ্ধাদের হাতে ক্রিকেট এগিয়ে যাবে আরও অনেক দূর।’

ধনির নেতৃত্বাধীন ভারতের প্রশংসা করে ক্যালিস বলেছেন, ‘গত কয়েক মাস ধরে দুরন্ত ফর্মে আছে ভারত। তবে নিজেদের মাটিতে শচিনহীন ভারতকে খুব বেশি মিস করবো।’

আসন্ন্ সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ক্যালিস। তিনি বলেন ‘দুই দলই অত্যন্ত শক্তিশালী। আশা করি দুই দলের লড়াই দর্শকরা উপভোগ করবে’।

আগামী ৫ ডিসেম্বর ২ টেস্টের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

(দিরিপোর্ট২৪/এমআই/সিজি/নভেম্বর ২০, ২০১৩,)