সংবিধানের ১৬তম সংশোধনী হবে না
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, "এ নির্বাচন কমিশনই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে পারবে। এতে কারো কোন হস্তক্ষেপ করার অধিকার নেই। নির্বাচন কমিশন স্বাধীন। এ নির্বাচন কমিশন ইতিমধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন করার প্রমাণ দিয়েছে। তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।"
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, "বিএনপি যতই বলুক নির্বাচন কমিশন আজ্ঞাবহ। কিন্তু তারাই আবার নির্বাচন কমিশনের আজ্ঞা নিয়ে আসতে বসে থাকেন। তারা যাব না, খাব না বলে। তারপর সবার আগে নির্বাচনে যায়। না জিতলে বিভিন্ন অভিযোগ করে।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "দেশের সর্বোচ্চ আইন সংবিধান যেভাবে নির্দেশ দেয় সেভাবেই দেশ পরিচালিত হবে। আমরা পঞ্চদশ সংষোধনীর মাধ্যমে ৭২ এর সংবিধানে ফিরে গিয়েছি আমাদেন দ্বারা আর ষষ্ঠদশ সংষোধনী হবে না।"
তিনি বলেন, "নির্বাচন কিভাবে হবে এ নিয়ে আলোচনার এখনই সুযোগ। বিএনপিকেই বলতে হবে সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে নির্বাচন করতে চান তারা। সাংবিধানিক কাঠামোর মধ্যেই আলোচনার সুযোগ অতিতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে।"
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।