মিশরে বোমা হামলায় ১০ সেনা নিহত
দিরিপোর্ট ডেস্ক : মিশরের উত্তরাঞ্চলের ইসরায়েল সীমান্তে সিনাই উপত্যকায় বুধবার গাড়ি বোমা হামলায় দশ সেনা নিহত হয়েছেন। একটি বাসে ভ্রমণকালে সেনাদের উপর এ আত্মঘাতি হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। খবর আলজাজিরার।
তারা জানান, দেশটির সীমান্ত শহর রাফাহ এবং উপকূলীয় শহর এল এ্যারিশের মধ্যবর্তী রাস্তা দিয়ে বাসটি ছুটিতে থাকা সেনাদের বহন করছিল। এ হামলায় আরো প্রায় ২০ সেনা আহত হয়েছেন বলেও জানান তারা।
কর্মকর্তারা জানান, রাজধানী কায়রোগামী এ বাসটিতে থাকা সেনারা দেশটির সেকেন্ড ফিল্ড আর্মির অন্তর্ভূক্ত ছিলেন। তারা সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইসলামী যোদ্ধাদের দমনের দায়িত্ব পালন করছিলেন।
গত জুলাইয়ে মিশরের প্রেসিডেন্ট মুরসিকে অপসারণের পর থেকে দেশটির জন্য কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সিনাই উপত্যকায় সহিংসতা বেড়েই চলছে।
(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ২০, ২০১৩)