দিরিপোর্ট ডেস্ক : বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ২ ম্যাচ টোয়েন্টি২০র প্রথমটি অনুষ্ঠিত হয়নি। প্রকৃতি বাগড়া না দিলে যথাসময়ে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। কিন্তু তাতে খেলতে পারবেন না অলরাউন্ডার জেমস নিশাম। ইনজুরির জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় আঙুলে আঘাত পান নিশাম। পরীক্ষা-নিরীক্ষার পর ইনজুরির স্থানে কোনো চিড় ধরা না পড়লেও তাকে মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অবশ্য প্রথম টোয়েন্টি২০ ম্যাচ হলেও খেলতে পারতেন না নিশাম।কারণ তার আগেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। দলের ফিজিও পল ক্লোস বলেছেন, ‘ইনজুরি কাটিয়ে উঠতে কমপক্ষে একমাস সময় লাগবে তার।’

২১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টোয়েন্টি২০ ম্যাচে খেলবে নিউজিল্যান্ড।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২০, ২০১৩)