লেনদেন ৮শ কোটি টাকা ছাড়িয়েছে
দিরিপোর্ট প্রতিবেদক: টানা পাঁচ দিন দেশের উভয় পুঁজিবাজারে বাড়ছে সূচক এবং দৈনিক লেনদেনের পরিমাণ। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৮শ কোটি টাকা ছাড়িয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সূচক এবং টাকার অংকে লেনদেনের পরিমাণ।
বুধবার দিনের শুরুতে উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম দিকে সূচক রেখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। দিনভর ঊর্ধ্বমুখী প্রবণতায় সামান্য উত্থান-পতন থাকলেও নিচেরদিকে নামেনি সূচক। বরং সময়ের সঙ্গে সঙ্গে সূচকরেখা ক্রমেই উপরের উঠতে থাকে।
লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে বুধবার্। এছাড়া টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৪৪৩৯ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স স্থির হয় ৪৩৮১ পয়েন্টে।
দিনভর ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৫৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির। এছাড়া দিনের শুরু থেকে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হলট্রেড হয়ে যায়।
বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৫২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।যা বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭৮৭ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকা।
অপর পুঁজিবাজার সিএসইর সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৭১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৪৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির। টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকা। যা বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ জুন সিএসইতে লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৯ লাখ ১২ হাজার টাকা।
দিরিপোর্ট/এইচকে/ এমডি/নভেম্বর ২০, ২০১৩