সেথির সমালোচনায় ইমরান
দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানে প্রতিভাবান ক্রিকেটারের অভাব আছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)র অন্তর্বর্তী প্রধান নাজাম সেথির এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিশ্বকাপ (১৯৯২) জয়ী অধিনায়ক ইমরান খান।
সেথির এ ধরনের মন্তব্য ভালোভাবে নেননি ইমরান। বলেছেন, ‘আমি তাকে চ্যালেঞ্জ করছি, পাকিস্তানে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। তাদের খুঁজে বের করে দলের জন্য তৈরি করবো আমি। জাতীয় দলে যারা অবদান রাখবে দীর্ঘদিন।’
নিজের ব্যর্থতা ঢাকতেই সেথি এমন কথা বলেছেন বলে দাবি ইমরানের। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পিসিবির অন্তর্বর্তী প্রধানের এমন ধারণা ভুল বলেও জানিযেছেন পাকিস্তানের সাবেক এই গ্রেট।
ইমরান খান বলেছেন ‘প্রয়োজনে পাকিস্তান ক্রিকেটের স্বার্থে যেই জায়গায় হস্তক্ষেপের দরকার হবে সেখানেই জড়াবো। দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করবো আমি।’
১৯৯২ সালের পর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ইমরান। এই সময়টুকু তিনি ক্রিকেটের বাহিরে ছিলেন। সম্প্রতি পেশোয়ারে তার দল তেহরীক-ই-ইনসাফের ইয়থ উইং আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে দেখা গেছে তাকে।
(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২০, ২০১৩)