ছাড়পত্র পেল নেকাব্বরের মহাপ্রয়াণ
দিরিপোর্ট প্রতিবেদক : কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ সম্প্রতি আনকাট সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসাও করেছেন।
সেন্সর বোর্ড সদস্য কবি কাজী রোজী বলেন, ‘অসাধারণ, আমি সেন্সর বোর্ডের সদস্য হওয়ার পর এরকম ভালো চলচ্চিত্র দেখিনি, সত্যি ভিন্নধারার চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ’।
সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহম্মদ লিয়াকত আলি খান বলেন, ‘কবিতা থেকে এই রকম ভালো সিনেমা হতে পারে, আমি ধারণাও করতে পারেনি। আমার বিশ্বাস সিনেমাটি দেশে ও দেশের বাইরে প্রশংসিত হবে।’
পরিচালক মাসুদ পথিক বলেন, ‘এই চলচ্চিত্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এদেশের কৃষক সংগ্রামের ইতহাস, মুক্তিযুদ্ধের চেতনা, গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তবচিত্রের মর্মগাঁথা-ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে। সরল কাহিনীর ওপর ভিত্তি করে এগুলোও চলচ্চিত্রের ভাষাগত ও শৈলীগত নৈপুণ্যের দিকটি সার্থক করার চেষ্টা করেছি।’
আবহ সংগীত পরিচালনা ও শব্দ সম্পাদনার কাজ করেছেন সাইম রানা। সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা ও মাহমুদ সেলিম। গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা, অতনু তিয়াস। কণ্ঠ দিয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ।
এতে অভিনয় করছেন কবির চরিত্রে নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে সৈয়দ জুবায়ের, নেকাব্বরের চরিত্রে জুয়েল জহুর, বাদল শহিদ ও ফাতেমা চরিত্রে সিমলা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলিসহ আরো অনেকে। আর পনেরজন কবিকে দেখা যাবে নেকাব্বরের মাহাপ্রয়াণ চলচ্চিত্রে।
চলচ্চিত্রটি ডিসেম্বর মাসে মাসে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক মাসুদ পথিক।
(দিরিপোর্ট/আইএফ/এসবি/নভেম্বর ২০, ২০১৩)