সুইডেন ১ হাজার ৯৩৫ কোটি টাকা অনুদান দেবে
দিরিপোর্ট প্রতিবেদক : সুইডেন বাংলাদেশকে আগামী ৭ বছরে প্রায় ১ হাজার ৯৩৫ কোটি টাকা অনুদান দেবে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের(ইআরডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ ও সুইডেনের রাষ্টদূত এনেলি লিন্ডাল কেন্নি । এ চুক্তি মাফিক একবছরের কিস্তিতে ২৮০ কোটি টাকার অনুদান পাবে বাংলাদেশ সরকার।
বুধবারের চুক্তির স্বাক্ষরের পর অনুষ্ঠিত হয় সুইডেন-বাংলাদেশ ট্রান্সফান্ড কমিটির বৈঠক। বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘একটি কৌশলপত্র তৈরির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সহযোগীতার খাতগুলো উভয় দেশের মধ্যে আলোচনার পর চূড়ান্ত হয়েছে।’
এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম দি রিপোর্ট ২৪. কমকে বলেন, ‘অনুদান যত পাওয়া যাবে ততই ভাল। এটি আমাদের জন্য দরকার। তবে সাধারণত যেসব দেশ অনুদান দেয় তারা কারিগরি সহায়তার ক্ষেত্রেও অনুদান দিয়ে থাকে। এটি আরও ভাল। কেননা অনেক বিষয়ে আমাদের প্রযুক্তি সক্ষমতা থাকে না। যেমন ডেল্টা প্ল্যান বিষয়ে বাংলাদেশকে নেদারল্যান্ড অনুদান সহায়তা দিচ্ছে। ফলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ছে,অন্যদিকে পরিকল্পনাটিও তৈরি হচ্ছে। অনুদানের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে দেশ বা সংস্থা অনুদান দেয় তারা সাধারনত পরামর্শকও দিয়ে থাকে। এটিও খারাপ কিছু নয়।’
(দিরিপোর্ট/জেজে/এইচএস/নভেম্বর ২০, ২০১৩)