দিরিপোর্ট ডেস্ক : টাকার পেছনে ছোটেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। টাকা যদি পানিতে ভাসে তবে তা আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। খবর এনডিটিভির।

এমনই এক ‘অলৌকিক’ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের স্পেলডিং টাউন সেন্টার এলাকায়। প্রায় এক মাস আগে ওই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া সাউথ ড্রোব ড্রেইন নামক নদীর পানিতে ভেসে ওঠেছিল প্রায় ৬০ হাজার পাউন্ড (৭৬ লাখ টাকা)।

ওই সময় পালিত কুকুরটিকে সঙ্গে নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটছিলেন এক ভদ্রলোক। হাঠাৎ অনেকগুলো পাউন্ডের ব্যাংক নোট নদীর পানিতে ভাসতে দেখে অবাক হোন তিনি। ভদ্রলোক নোটগুলো নিজের হাতে তুলে না নিয়ে খবর দিলেন পুলিশকে।

নোটগুলো উদ্ধারের পর প্রাথমিক গণনা শেষে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভাসমান এ নোটগুলোর পরিমাণ প্রায় ৬০ হাজার পাউন্ড।

কর্মকর্তারা জানান, উদ্ধার নোটগুলোর একটি বড় অংশ নষ্ট হয়ে গেলেও বেশিরভাগ নোটই এখনও ভালো আছে।

তাদের ধারণা, এরকম টাকা পাওয়ার ঘটনা প্রতিদিনই ঘটে না। তাই এর বৈধ গ্রাহককে খোঁজে বের করার ব্যাপারে কেউ না কেউ অবশ্যই তথ্য দিতে পারবেন।

পুলিশ টাকাগুলোর ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তারা টাকাগুলো নিজেদের কাছেই রাখবেন।

(দিরিপোর্ট/এআইএম/এসবি/নভেম্বর ২০, ২০১৩)