দিরিপোর্ট ডেস্ক : মুম্বেইয়ের আজাদ ময়দানে বুধবার এক চোখ ধাধানো রেকর্ড হয়ে গেল।পৃথিব শাহ নামের এক স্কুলবালক এলিট ডিভিশন হেরিস শেল্ড অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে ৩৩০ বলে ৫৪৬ রানের এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। এটা শুধু মুম্বাই নয়; ভারতের জন্য নয়া রেকর্ড।

তার ব্যাটিং মনে করিয়ে দিয়েছে ১৯৮৯ সালে এই ভেন্যুতে করা শচিন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির ৬৬৪ রানের পার্টনারশিপের কথা।

এই মাঠেই চলতি বছর সাবেক টেস্ট ব্যাটসম্যান ওয়সিম জাফরের ভাগ্নে আরমান জাফর ৪৭৩ রানের ইনিংস খেলেছেন। এর আগে একই টুর্নামেন্টে ২০১০ সালে তিনি ৪৯৮ রানেরও একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।

১৮৯৯ সালে অনুধর্ব-১৩ ম্যাচে ইংলিশম্যান এইজ কলিংসের করা ৬২৮ রানের ইনিংসটি এখনো সর্বোচ্চ সংগ্রহ।

(দিরিপোর্ট/এমআই/এএস/নভেম্বর ২০, ২০১৩)