ঝুঁকিপূর্ণ সেতুটির দায়িত্ব নেবে কে?
জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রতিদিন উপজেলার অচিন্তপুর, মাওহা, সহনাটি ও বোকাইনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটির পাটাতনের বিভিন্ন স্থানে জং ও কয়েকটি স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এছাড়া সেতুটির অধিকাংশ নাট-বল্টু চুরি হয়ে যাওয়ায় নড়বড়ে হয়ে পড়েছে অবকাঠামো।
সেতু দিয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অটোরিকশা, সিএনজি, টেম্পু ও রিকশাচালকরা যাত্রী নামিয়ে সেতু পারাপার হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকার পরও কোনো সরকারি প্রতিষ্ঠান এটি সংস্কারে এগিয়ে আসছে না। নিষেধাজ্ঞা থাকা সত্বেও সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে অনবরত। ফলে যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সেতুটি সংস্কারে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধনও করা হয়েছে। এ ব্যাপারে গৌরীপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান জানান, সেতুটি এলজিইডির অধীনে না হওয়ায় এর সংস্কারের দায়িত্ব তাদের নয়। এটি পৌরসভার সীমানায় তাই এর সংস্কারের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।
অন্যদিকে, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, সেতুটি কিশোরগঞ্জ জেলার সওজ’র অধীনে হওয়ায় এর সংস্কারের দায়িত্ব তাদের নয়।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/অক্টোবর ১১, ২০১৩)