দিরিপোর্টপ্রতিবেদক : শেষ হচ্ছে মুরাদ পারভেজের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রেস্টুরেন্ট ২১’। দেশ টিভিতে ২১ নভেম্বর বৃহস্পতিবার নাটকটির শেষ পর্ব প্রচার হবে।

নদীভাঙনে সবকিছু হারিয়ে ঢাকা শহরে চলে আসেন মোমিন। শহরে এসে কুলিগিরি, রিকশা চালানো, ঠেলাগাড়ি ঠেলা, ভাত বিক্রিসহ নানা পেশায় যুক্ত হন তিনি। মোমিন সর্বশেষ শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা। এটা তার ২১ নম্বর ব্যবসা। আর তাই তার বর্তমান রেস্টুরেন্ট ব্যবসার নাম রাখেন ‘রেস্টুরেন্ট ২১’। মোমিনের রেস্টুরেন্ট ঘিরে আবর্তিত হয়েছে ‘রেস্টুরেন্ট ২১’নাটকের কাহিনী। এর পর নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে নাটকটি।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, বন্যা মির্জা, ফারজানা চুমকি ও বিজরী বরকতুল্লাহ, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, সাজু খাদেম প্রমুখ।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২০, ২০১৩)