প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপির প্রত্যাখ্যান
দিরিপোর্ট প্রতিবেদক : নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে যখন গোটা জাতি আন্দোলন করছে, তখন একদলীয় নির্বাচনের সিদ্ধান্ত জাতিকে গভীর সংকটে নিপতিত করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা এই দাবি করছি অবিলম্বে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হোক। অন্যথায় দেশে যে চরম অনিশ্চয়তা ও সংকট সৃষ্টি হবে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, রাষ্ট্রপতিকে জানিয়েছেন নির্বাচন করার জন্য তিনি প্রস্তুত। নির্বাচনকালীন সরকার পরিচালনা অব্যাহত রাখার অনুমতি রাষ্ট্রপতি তাকে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্য তাদের একদলীয় নির্বাচন অনুষ্ঠানের নীলনকশা প্রকাশ পেয়েছে। এতে প্রমাণিত হলো সরকার গোটা জাতির আশা-আকাঙ্ক্ষা উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পদক্ষেপ সংকট আরও ঘনীভূত করবে। জাতি আরও অনিশ্চয়তার দিকে চলে যাবে। আমরা এই একদলীয় নির্বাচনের প্রচেষ্টাকে একদলীয় শাসনব্যবস্থার প্রদক্ষেপ বলেই মনে করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু প্রমুখ।
(দিরিপোর্ট/এমএইচ/টিএস/এএস/নভেম্বর ২০, ২০১৩)