পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১
দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বেলুচস্তান প্রদেশের কোয়েটায় তিনটি বোমার বিস্ফোরণে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কোয়েটার সিক্রি ও মতিরাম সড়কে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর দ্য ডনের।
পুলিশের একজন কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল জানিয়েছেন, মতিরাম সড়কে একটি ড্রেনে বোমার বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছে। তিনি বলেন, লোকজন যখন পাশের একটি মসজিদ থেকে বের হচ্ছিল তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মতিরাম সড়কে বিস্ফোরণের পর মানুষজন ঘটনাস্থলের কাছাকাছি গেলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
অপর ঘটনায় অস্ত্রধারীরা সিক্রি সড়কে একটি সরকারি ভবন লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। কেউই এই হামলাগুলোর দায় স্বীকার করেনি।
বেলুচস্তানের সরকার অস্থিতিশীল এই প্রদেশে জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের পর এই হামলার ঘটনা ঘটল। নতুন এই পরিকল্পনা অনুযায়ী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্য দ্বিগুণ করার কথা বলা হয়েছে।
(দিরিপোর্ট/আদসি/এএস/নভেম্বর ২১, ২০১৩)