দিরিপোর্ট ডেস্ক : ফ্রান্সের পুলিশ রাজধানী প্যারিসে সাম্প্রতিক একটি বন্দুক হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। দেশটির সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, নজরদারি ক্যামেরার ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছিল, তার সঙ্গে এই ব্যক্তির চোহারার অনেক মিল রয়েছে। খবর বিবিসির।

প্যারিসের উত্তর-পশ্চিমের একটি গাড়ি পার্কিং থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তি গত শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলকে হুমকি দেয় এবং সোমবার একটি পত্রিকা অফিস ও একটি ব্যাংকের মূল কার্যালয়ে হামলা চালায়।

ওই কৌঁসুলিরা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় কিংবা সে কি কারণে হামলা চালিয়েছিল তা জানায়নি। তবে সরকারি কৌঁসলির অফিস থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি সম্ভবত কোনো ওষুধ গ্রহণ করেছিল, তাই সে কথা বলতে পারছে না।

ওই ব্যক্তিকে ধরতে সোমবারই অভিযানে নামে শত শত পুলিশ। একইসঙ্গে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তি সোমবার একটি দৈনিক পত্রিকা অফিসে গুলি চালালে একজন ফটোগ্রাফার আহত হন। এর দুই ঘণ্টা পর সোশিয়েটে জেনারেল নামে একটি ব্যাংকের বাইরে একই ব্যক্তি গুলি ছোড়ে।

(দিরিপোর্ট/আদসি/এএস/নভেম্বর ২১, ২০১৩)